আনজুমান এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাআত রামু উপজেলা শাখার উদ্যোগে রামুতে জশনে জুলুস আগামী ২১ নভেম্বর



বিশ্বমানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামিন, সাইয়েদুল মুরসালিন, খাতেমুন্নাবিয়ীন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে শুভ আগমন দিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আঞ্জুমান এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাআত রামু উপজেলা শাখার উদ্যোগে আগামী ২১ নভেম্বর ২০১৮ইং বুধবার সকাল ৯ ঘটিকায় রামু ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা ময়দান হতে এক বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়ে রামু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা ময়দানে এসে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ ) সফলকল্পে আজ ১৯ নভেম্বর বিকালে রামু আঞ্জুমানের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ রামু এর আহবায়ক আল্লামা সৈয়দ মুহাম্মদ উল্লাহ নকশবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের সচিব মোহাম্মদ হোসাইন সানী সভায় আগামী২১ নভেম্বর সকলকে উপস্থিত থেকে জশনে জুলুস সফল করার জন্য আহবান জানান। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, আলেম-ওলামা, আধ্যত্মিক, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.