ইসলাম শাহ চাটগামি(রাহঃ) মায়ের স্বপ্ন।
✍মোহাম্মদ নুরুল হাসনাইন।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
হযরত মৌলানা মোহাম্মদ ইসলাম শাহ্ চাটগামি(রাহঃ) ছিলেন হযরত মৌলানা কাজী সৈয়্যদ আবদুল হাকিম শাহ্(রাহঃ) এর ৫ম পুত্র।
বাকী চার ভাইগণ দুনিয়াবি হায়াতে তাঁর জেষ্ঠ ছিলেন। জনমুখে কথিত আছে যে, তাঁর মহিয়সী মাতা তাঁর স্নেহধন্য নবজাতক শিশুর জন্মের পূর্বে বার বার স্বপ্নে দেখেতেছেন আসমান থেকে একটি তারা তাঁর কোলে আসতেছে এটা দেখে শ্রদ্ধেয় আম্মাজান বুঝে নিলেন তাঁর গর্ভ ধারণ সন্তান একজন পূন্যবান সু-সন্তান হবে, এবং দুনিয়াতে আগমনের পর তিনি আল্লাহর ও রাসুলের অত্যান্ত প্রিয় হবেন। কালক্রমে ছেলেটি অপন যুগের শ্রেষ্ট আউলিয়া হবেন। ঠিকই তাঁর স্বপ্ন বাস্তবায়িত হলেন। নবজাতক ফুটফুটে গোলাপের উজ্জ্বলতা হার মানানো নূরানী চেহারা দেখে মা শান্ত হলেন হয়ত ভাবলেন এ কচি শিশু আমাদের নাজাতের উসিলা, আখেরী জামানার শ্রেষ্টতম কান্ডারী কিদ্যমান, উদিত হল কাজী সৈয়্যদ আবদুল হাকিমের ঘরে বেলায়তের নবচন্দ্র, ধীরে ধীরে এ চাঁদ পূর্ণিমার চন্দ্রে পরিণত হবেন অশান্ত হতভাগা দিশেহারা পথহারা মানব-দানব পেয়ে যাবেন হেদায়তের উজ্জ্বলতম প্রদীপ। এভাবে ভাগ্যের চাকা কল্যাণের দিকে ঘুরতে লাগল, ধর্মীয় আবেগ মানুষের মন পরিবর্তনের আবহাওয়া শুরু হল ধর্মপুর ফকির পাড়া হতে। ক্রমে ক্রমে নিস্তাজ হতে লাগল অপসংস্কৃতি ও অন্ধকার।।
সে জন্যে কবি বলেন,,,,,`মায়ের স্বপ্ন করলো পূরণ ইসলাম শাহ্ চাটগামি,
যাহা পরশে ধন্য হলো ধর্মপুরের জমি।।'
No comments