সিলসিলায়ে চিশতীয়া নেজামিয়া ছাবেরীয়া


সিলসিলায়ে চিশতীয়া:
১। হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । 
২। হযরত আলী মরতুজা রদি আল্লাহু তায়ালা আনহু। 
৩। হযরত হাসান বছরী রাহমতুল্লাহি আলাইহি 
৪। যহরত আবদুল ওয়াহেদ ইবনে যায়েদ রাহমতুল্লাহি আলাইহি।
৫। হযরত ফোজাইল ইবনে আয়ায রাহমতুল্লাহি আলাইহি 
৬। হযরত ইবরাহিম ইবনে আদহাম রাহমতুল্লাহি আলাইহি 
৭। হযরত হােয়াইফা মরয়াশী রাহমতুল্লাহি আলাইহি। 
৮। হযরত হােবাইরা বছরী রাহমতুল্লাহি আলাইহি। 
৯। হযরত ইসহাক ইলুয়ু দাইনয়ারী রাহমতুল্লাহি আলাইহি 
১০। হযরত আবু ইসহাক শামী রাহমতুল্লাহি আলাইহি। 
১১। হযরত আবু আহমদ আবদাল চিশতী রাহমতুল্লাহি আলাইহি 
১২। হযরত আবু মুহাম্মদ চিশতী রাহমতুল্লাহি আলাইহি 
১৩। হযরত আবু ইউসুফ চিশতী রাহমতুল্লাহি আলাইহি। 
১৪। হযরত মৌদুদ চিশতী রাহমতুল্লাহি আলাইহি। 
১৫। হযরত হাজী শরীফ জিন্দানী রাহমতুল্লাহি আলাইহি। 
১৬। হযরত খাজা ওসমান হারুনী রাহমতুল্লাহি আলাইহি। 
১৭। হযরত ইমামুত তরিকত আতায়ে রাসুল, বান্দা নেওয়াজ, গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহি আলাইহি। 
১৮। হযরত কুতুবুদ্দিন বখতেয়ার কাকী রাহমতুল্লাহি আলাইহি 
১৯। হযরত খাজা ফরিদুদ্দিন গঞ্জে শেকর রাহমতুল্লাহি আলাইহি।
সিলসিলায়ে নেজামিয়া:
২০। হযরত খাজা সােলতানুল মশায়েখ নিজামুদ্দিন মাহবুবে এলাহী রাহমতুল্লাহি আলাইহি। 
২১। হযরত নাছির উদ্দিন রওশন ছেরাগ রাহমতুল্লাহি আলাইহি 
২২। হযরত ছৈয়দ জালালুদ্দিন রাহমতুল্লাহি আলাইহি। 
২৩। হযরত ছৈয়দ আজমল বারায়েছী রাহমতুল্লাহি আলাইহি। 
২৪। হযরত আবুল হাসান বারায়েছি রাহমতুল্লাহি আলাইহি 
২৫। হযরত দরবেশ আওদেহী রাহমতুল্লাহি আলাইহি 
সিলসিলায়ে ছাবেরীয়া :
২০। হযরত মাখদুম আলী ছাবের রাহমতুল্লাহি আলাইহি
২১। হযরত শামসুদ্দিন তুরক রাহমতুল্লাহি আলাইহি
২২। হযরত জালাল উদ্দীন পানিপথি রাহমতুল্লাহি আলাইহি
২৩। হযরত আব্দুল হক রওদলভী রাহমতুল্লাহি আলাইহি
২৪। হযরত মুহাম্মদ আরেফ রাহমতুল্লাহি আলাইহি
২৫। হযরত আহম্মদ আরেফ রাহমতুল্লাহি আলাইহি
২৬। হযরত আব্দুস কুদ্দুস গাংগুহী রাহমতুল্লাহি আলাইহি
২৭। হযরত রুকনুদ্দিন রাহমতুল্লাহি রাহমতুল্লাহি আলাইহি
২৮। হযরত মাখদুল আব্দুল আহাদ রাহমতুল্লাহি আলাইহি
২৯। হযরত শাহ ইমামুত তরিকত মােজাদ্দেদে আলফে সানী শেখ আহম্মদ সেরহিন্দি রাহমতুল্লাহি আলাইহি।
৩০। হযরত শাহ মােহাম্মদ সাঈদ রাহমতুল্লাহি আলাইহি। 
৩১। হযরত শাহ আব্দুল আহাদ ওয়াহদত রাহমতুল্লাহি আলাইহি
৩২। হযরত শাহ আবেদ সােননামী রাহমতুল্লাহি আলাইহি 
৩৩। হযরত মির্জা জানে জানানে মােজহার রাহমতুল্লাহি আলাইহি। 
৩৪। হযরত শাহ গােলাম আলী রাহমতুল্লাহি আলাইহি 
৩৫। হযর শাহ আবু সাইদ রাহমতুল্লাহি আলাইহি। 
৩৬। হযরত শাহ আহমদ সাইদ রাহমতুল্লাহি আলাইহি। 
৩৭। হযরত শাহ মােহাম্মদ ওমর রাহমতুল্লাহি আলাইহি 
৩৮। হযরত শাহ আবুল খায়ের আবদুল্লাহ মহিউদ্দিন রাহমতুল্লাহি আলাইহি। 
৩৯। হযরত গউসে আযম শাহ মাওলানা আব্দুল আজিজ খুলনবী রাহমতুল্লাহি আলাইহি। 
৪০। হযরত শাহ্ মাওলানা মােহাম্মদ আবদুর রহিম রাহমতুল্লাহি আলাইহি 
৪১। হযরত শাহ মাওলানা মােহাম্মদ মাসুম রাহমতুল্লাহি আলাইহি। 
৪২। হযরত শাহছুফি ছৈয়দ মাওলানা মােহাম্মদ ইসলাম শাহ্ রাহমতুল্লাহি আলাইহি। 

No comments

Powered by Blogger.