সিলসিলায়ে মুদারিয়া:
সিলসিলায়ে মুদারিয়া:
১। ঈমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
২। হযরত ছৈয়্যদুনা আবু বকর ছিদ্দিক রদিয়াল্লাহু তায়ালা আনহু।
৩। হযরত আবদুল্লাহ আলম বরদার রাহমতুল্লাহি আলাইহি
৪। হযরত ইয়ামিন উদ্দিন শামী রাহমতুল্লাহি আলাইহি
৫। হযরত আইনউদ্দিন শামী রাহমতুল্লাহি আলাইহি।
৬। হযরত তাইফুর শামী রাহমতুল্লাহি আলাইহি।
৭। হযরত বদরুদ্দিন শাহ মুদার রাহমতুল্লাহি আলাইহি
৮। হযরত ছৈয়দ আজমল বহরায়ছী রাহমতুল্লাহি আলাইহি।
৯। হযরত বুড়ন বাহরায়ছী রাহমতুল্লাহি আলাইহি
১০। হযরত দরবেশ আওদহী রাহমতুল্লাহি আলাইহি।
১১। হযরত আব্দুল কুদ্ছ গাংগুহী রাহমতুল্লাহি আলাইহি
১২। হযরত রুকন উদ্দিন রাহমতুল্লাহি আলাইহি।
১৩। হযরত মাখদুম আব্দুল আহাদ রাহমতুল্লাহি আলাইহি।
১৪। ঈমামুত তরিকত কাইয়ুমে দুনিয়া মাহবুবে ছৈয়দুল আম্বিয়া হযরত শাহ মােজাদ্দেদে আলফেসানী শেখ আহমদ সেরহিন্দি
ফারুক হাসানী রহমতুল্লাহি আলাইহি।
১৫। হযরত মুহাম্মদ সাঈদ শাহাতুল্লাহি আলাইহি
১৬। হযরত আব্দুল আহাদ ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি
১৭। হযরত মুহাম্মদ খালেদ সুন্নামী রহমতুল্লাহি আলাইহি
১৮। হযরত মির্জা জানে জানানে মাজহার হতাহি আলাইহি
১৯। হযরত শাহ গোলাম আলী পাহমতুল্লাহি আলাইহি
২) হযরত শাহ আবু সাঈদ রাহমতুল্লাহি আলাইহি।
২১। হযরত শাহ আহমদ সাঈদ রাহমতুল্লাহি আলাইহি
২২। হযরত শাহ্ মুহাম্মদ ওমর রাহমতুল্লাহি আলাইহি।
২৩। হযরত শাহ আবুল খায়ের আবদুল্লাহ মহিউদ্দিন রাহমতুয়াহি আলাইহি ২৪। হযরত শাহ্ মাওলানা আব্দুল আজিজ খুলনবী রহমতুল্লাহি আলাইহি ২৫। হযরত শাহ মাওলানা মােহাম্মদ আবদুর রহীম খুলনী রাহমতুল্লাহি আলাইহি
২৬। হযরত শাহ মাওলানা মাসুম খুলনবী রাহমতুল্লাহি আলাইহি
২৭। হযরত শাহ মাওলানা কাযী সৈয়্যদ মুহাম্মদ ইসলাম চাটগামী রাহমতুল্লাহি আলাইহি
No comments