রামুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে আজিমুশশান জশনে জুলুস ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিপন্ন মানবতার মুক্তির জন্য আল্লাহপাক রাব্বুল আলামিন এই ধরাতে প্রেরণ করেন রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (দ.) কে। তাঁর আগমনের মাধ্যমে এই ধরার বুকে অধিকারহারা মানুষ খুঁজে পেল তাদের অধিকার।
আনজুমান-এ নক্শবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলা ও রামু উপজেলা শাখা এবং আহলে সুন্নাত ওয়াল জমাআতের ব্যবস্থাপনায় ১২ রবিউল আউয়াল ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আজিমুশশান জশনে জুলুসে বক্তারা এসব কথা বলেন।
বুধবার (২১ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রামু হাসপাতাল গেইট সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া হেফজখানা মাঠ হতে আরম্ভ হয়ে চৌমুহনী, বাইপাস প্রদক্ষিণ করে। পরে মাদরাসা মাঠে বিশাল ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি কক্সবাজার জেলা সচিব ওস্তাযুল ওলামা হয়রতুলহাজ¦ আল্লামা অধ্যক্ষ মূফতি সৈয়্যদ মোহাম্মদ উল্লাহ নকশবন্দিয়া।
আনজুমান-এ নক্শবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার ছালামত উল্লাহর ও সহ সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের সদস্য সচিব ও আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন সানী।
এতে আলোচনায় অংশ নেন, রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, বিআরডিবি’র চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, মাওলানা হাফেজ আবদুল জলিল, মাওলানা রেজাউল করিম, মাওলানা শোয়াইব উল্লাহ, মূফতি আবদুর রশিদ হক্কানী, মাওলানা আবদুল গনি মজিদী, মূফতি আবদুল আজিজ রজভী প্রমূখ।
আলোচনা সভায় মাওলানা আবু বক্কর, মাওলানা কাজী আবু বক্কর সিদ্দিকী, মাওলানা রমিজ আহমদ, মাওলানা কাসেম কাদেরী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মাওলানা আইয়ুব আলী, আজিজুল ইসলাম, ছফি উল্লাহ মুনির, নুরুল আলম, সাইফুল ইসলাম, এস এম নিয়ামত উল্লাহ, মাওলানা মিজান উল্লাহ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আলমগীর, মাওলানা আবদুল গফুর, রহমত উল্লাহ, হাফেজ ফেরদৌস মুনির, খাজা বাকিবিল্লাহ সহ বরণ্যে আলেমেদ্বীন এবং সর্বস্তুরের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ-কিয়াম, মুনাজাত ও তাবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। উক্ত জশনে জুলুসে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন।
No comments