হযরত খাজা আব্দুল খালেদ গজদেওয়ানী রহমাতুল্লাহি আলাইহি

খাজা আবদুল খালিক গজদেওয়ানী (৪৩৫-৫75৫ হি)
হযরত খাজা গজদেওয়ানীর সমাধি



হযরত খাজা আবদুল আল খালিক আল-গুজদাওয়ানী কদ্দাস-আল্লাহু সিররহু বুখারার (আধুনিক উজবেকিস্তান) নিকটে ঘুজদাওয়ানে 22 শা’বান 435 হিজরিতে জন্মগ্রহণ করেন।

বোখারা (উজবেকিস্তান) এর নিকটে তাঁর নিজ শহর ঘুজদাওয়ানে 12 রবি ’আল-আওয়াল 575 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, যেখানে তাঁর সমাধিস্থল তীর্থস্থান।

নীচে তার বিশিষ্ট ডেপুটিগুলির নাম:

1.খোয়াজা আহমদ সিদ্দিক আল বুখারি
2.খাজাজা আরিফ রিওয়গারī ī
3.খোওয়া আওলিয়া কবর আল-বুখারী
4.খুওয়াজি সুলায়মন জার্মানি

ফটো গ্যালারি
পেছনে উলুগ বেগ মাদ্রাসার সাথে 
খাজা আবদুল আল খালিক গজদেওয়ানীর সমাধি






No comments

Powered by Blogger.