প্রশ্ন-৩৯৫: ওরছ শরীফকে কেন্দ্র করে মাজার শরীফকে সাজানো হয়।
ইফ্ফাত হোসাইন, সানিয়া: আগ্রাবাদ, চট্টগ্রাম।
প্রশ্ন-৩৯৫: ওরছ শরীফকে কেন্দ্র করে মাজার শরীফকে সাজানো হয়। কোন উপলক্ষকে কেন্দ্র করে মাজার শরীফকে সজ্জিত করা যাবে কিনা? জানানোর অনুরোধ রইল।
উত্তর দিচ্ছেন: মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ আনেয়ারী
উত্তর: যে কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘর, মসজিদ করবস্থান আলোকিত করার ব্যাপারে শরীয়ত এর পক্ষে কোন নিষেধাজ্ঞা নেই। আর যে সব ক্ষেত্রে শরীয়ী কোন নিষেধাজ্ঞা নেই সে কাজ গুলেঅ মুবাহ, শবে বরাত, শবে কদর সহ বিশেষ দিনগুলোতে কবরস্থান যিয়ারত করার জন্য কবরস্থানের চতুপাশে যিয়ারত করার জন্য কবর স্থানের চুর্তপাশে আলোকসজ্জা করা হয়। যাতে করে যিয়ারতকারীরা নির্বিঘেœ যেয়ারত করতে পারে। কবরকে যিয়ারত এর সবিধার্তে আলোক সজ্জা করা গেলে মাজার কে কেন নয়। হাদিস শরীফ এসেছে-
অর্থাৎ যে সকল ক্ষেত্রে আল্লাহ্ তা’আলা নিরবতা পালন করেছেন (অর্থাৎ হালাল-হারাম কিছুই বলেননি) তোমরা তা নিয়ে কোন আলোচনা কর না। এই হাদিসের ভিত্তিতে ওলামায়ে কেরাম ও মুফতিয়ানে এজাম কায়দা নির্ধারণ করেছেন
প্রত্যে কাজ মোবাহ বা জায়েজ সুতরাং যতক্ষণ না কোন কাজ নিষেধ হারাম না জায়েজ এ সংক্রান্ত কোন দলিল পাওয়া যাবে না। শরীয়তের আলোকে তা মোবাহ বা জায়েজ ধরতে ধরতে হবে। মাজারকে আলোক সজ্জা করার ব্যাপারে যেহেতু কোন নিষেধাজ্ঞা কোরান-হাদিসে ও ফিকাহতে নেই। সেহেতু তা জায়েজ (বিস্তারিত দেখুন ফতোয়ায়ে ছদরুল আফাযেল পৃ:৫২৮)
প্রকাশিত:
মাসিক আর-রায়হান
সফর ১৪৪০ হিজরী,
অক্টোবর-নভেম্বর ২০১৮ ইং
কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ।
No comments